আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ সেপ্টেম্বর ৷৷ রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ষড়যন্ত্র করে খুনের ছক কষছে আন্তর্জাতিক নেশা কারবারীরা। বুধবার পশ্চিম থানার পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আজম খানকে গ্রেপ্তার করার পর এরকম চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। জানা যায়, দীর্ঘ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আজম খান বহুদিন আগে বাংলাদেশ থেকে আগরতলায় এসে অবৈধভাবে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, আধারকার্ড, প্যানকার্ড ইত্যাদি তৈরি করে নেয়। পুলিশ জানিয়েছে, মূলত ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করেই আজম খান আগরতলায় এসে নিজের নাম পাল্টে রাজু চৌধুরীতে উত্তীর্ণ হয় এবং আগরতলা শহরে কলমিস্ত্রি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে। ২০০২ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। আইকার্ডে তাকে সি কোম্পানির অধিনায়ক বলে উল্লেখ করা হয়েছে বলে জানায় আজম খানের স্ত্রী।
এদিকে পুলিশি জেরায় আজম খান স্বিকার করেছে যে রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হত্যার জন্যই কে বা কারা তাকে আগরতলায় পাঠিয়েছে। তবে তদন্তের সাপেক্ষে পুলিশ গোটা বিষয়টিতে মুখ খুলতে নারাজ বলে জানা গেছে। একাংশ মহলের ধারনা, মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশা মুক্ত ত্রিপুরা গড়ার যে ডাক দিয়েছেন তাতে নেশা কারবারীদের ব্যবসা বন্ধ করে দেবার জন্যই হয়তো মূখ্যমন্ত্রীকে ষড়যন্ত্র করে খুনের ছক কষছে আন্তর্জাতিক নেশা কারবারীরা।