আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ সেপ্টেম্বর ৷৷ দুর্ঘটনার কবলে পড়লো আগরতলা-শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫ নাগাদ ১৩১৭২ নম্বরের ডাউন আগরতলা-শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি বদরপুর ও লামডিং এর মাঝামাঝি নিউ হাফলং এলাকায় দুর্ঘটনার কবলে পরে। এতে ট্রেনের কয়েকটি বগি লাইনচূত হয়ে যায়। যদিও দুর্ঘটনায় কোন আঘাত পায়নি যাত্রীরা। এই ঘটনার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। দুর্ঘটনার ফলে অনেক ট্রেন সময়মত চলাচল করতে পারেনি।