আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর ৷৷ ফের রাজ্যে তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার সিপাহীজলা জেলার কলমচৌড়া থানার অন্তর্গত বক্সনগর বাজারের ব্যবসায়ী জসিম মিঞার দোকান থেকে বোমাটি উদ্ধার করা হয়। ব্যাবসায়ী জানান, দোকানে পেছনের দিকের ভেন্টিলেটর ভেঙে কে বা কারা বোমাটি তার দোকানে ফেলে যায়। বিকেলে দোকান খুলে তিনি এটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। এ নিয়ে এলাকায় আতঙ্ক দেখা দেয়।