আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর ৷৷ কিছু দিনের মধ্যেই আগরতলা শহরে চালু হচ্ছে ভলভো বাস সার্ভিস। জানা যায়, আগরতলা বিমান বন্দর থেকে রেলস্টেশন হয়ে গোমতী জেলার ত্রিপুরা সুন্দরী মন্দির পর্যন্ত ভলভো বাস সার্ভিস চালু করছে ত্রিপুরা সড়ক পরিবহন করপোরেশন (টি আর টি সি) । জানা যায়, ইতিমধ্যেই তিনি আগরতলা-বিলোনিয়া, আগরতলা-কমলপুর ভায়া খোয়াই, আগরতলা-বিশ্রামগঞ্জ রোডে দৈনিক বাস সার্ভিস চালু করা হয়েছে। এছাড়া রাজ্যের যেসব এলাকায় এখন ট্রেন চলাচল না করছে, ওই সব এলাকায়ও টিআরটিসি’র বাস সার্ভিস চালু করা হবে।