আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ সেপ্টেম্বর ৷৷ ক্রমবর্ধমান পেট্রোল ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে গোটা দেশে ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস। গোটা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও সোমবার একদিনের বনধ পালন করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের এই প্রতিবাদে রাজ্যে পেছেন থেকে সমর্থন জানিয়েছে বামফ্রন্ট দল। বনধকে সফল করার জন্য সোমবার সকাল থেকেই পিকেটিং-এ নামবে কংগ্রেস ও সি পি আই (এম)। জানা গেছে, এই বনধকে বানচাল করার জন্য মাঠে নামবে রাজ্যের যুব মোর্চা এবং বজরং দল।
বনধকে সফল করার জন্য ঝরো প্রচার চালিয়েছে কংগ্রেস। যদিও রাজ্যের বিজেপি-আই পি এফ টি জোট সরকারের তরফে ইতিমধ্যেই নোটিশ জারি করা হয়েছে সোমবার সকল সরকারি স্কুল, কলেজ, অফিস, আদালত, রাজ্য সরকারের অধিনস্ত সংস্থা সব খোলা রাখা হবে। কেউ সময় মতো অফিসে উপস্থিত না হলে কারন দর্শাও নোটিশ পেতে পারেন। বনধকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পর্যবেক্ষক মহল।