পঞ্চায়েতের উপ-নির্বাচন – চলছে প্রার্থীদের মনোনয়নপত্র পেশ

bjpআপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর ৷৷ আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতের উপ-নির্বাচনের জন্য প্রস্তুতি তুঙ্গে। সবকটি রাজনৈতিক দলই ময়দানে নেমে পড়েছে ত্রিস্তর পঞ্চায়েতের উপ-নির্বাচন নিয়ে। রাজ্যজুড়ে চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। জানা গেছে, অন্যান্য দলের চেয়ে বেশীর ভাগ ক্ষেত্রে বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সোমবার বেশ কিছু বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়।
উল্লেখ্য, আগামী ৩০শে সেপ্টেম্বর, ২০১৮ রাজ্যে ত্রিস্তর উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে আগামী ৩রা অক্টোবর, ২০১৮। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতে ৩২০৭ টি শূন্য আসনে হবে নির্বাচন। পঞ্চায়েত সমিতির ১৬১ টি, জিলা পরিষদের ১৮টি আসনে নির্বাচন হবে। ভোটার রয়েছে ৭ লক্ষ ৭১ হাজার। রাজ্যের ৫৮টি ব্লকের মধ্যে আসনগুলো পড়েছে মোট ৩৫টি ব্লকে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*