দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৯ ডিসেম্বর ।। গত রবিবার যোগেন্দ্রনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয়ের খুন হওয়া জনৈক ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এই খুনের সঙ্গে জড়িতদের জালে তুলতে অনুসন্ধানে নামে পূর্ব থানার পুলিশ। জানা গেছে, খুন হওয়া ব্যাক্তির বাড়ি মধুপুর বিশালগড়ে নাম প্রোমোদ দাস। পুলিশী অনুসন্ধানে এই খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার বামুটিয়া, রানিরবাজার এবং প্রতাপগড় থেকে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে বলা হয়েছে চুরির মালের বখরার ভাগ নিয়ে মদমত্ত অবস্থায় প্রোমোদ দাসকে খুন করা হয়েছে। জানা যায়, ধৃতদের নাম বামুটিয়ার আমল বিল (২৭), রানিরবাজারের দিলীপ দবনাথ (৩০) এবং প্রতাপগড়ের প্রিতুস সরকার। আগামীকাল ধৃত দের আদালতে তোলা হবে।