আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর ৷৷ রাজ্যবাসীর জন্য সুখবর। এবার চালু হচ্ছে আগরতলা-আখাউড়া রেললাইন। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করেন। এদিন এই রেল লাইন ছাড়াও আরও কয়েকটি প্রকল্পের সূচনা হয়। আগরতলা ও আখাউড়া রেললাইন প্রকল্পের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বাংলাদেশ আসার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা যায়, এই প্রকল্পের কাজ শেষ হলে ভারতের পশ্চিমবঙ্গ সহ যে কোন এলাকা থেকে পণ্য সামগ্রী আখাউড়া থেকে রেলে ত্রিপুরার হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে কোন রাজ্যে যেতে পারবে। এছাড়া এই রেল পথ ফ্রান্স এশিয়ান রেলওয়ে রুটে যুক্ত হবে।
উল্লেখ্য, ১৯৪৭ সালে দেশ ভাগের পর এই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এই রেলপথ নির্মাণ শেষ হলে ৬৯ বছর পর বাংলাদেশের আখাউড়ার সঙ্গে ভারতের আগরতলা রেল সংযোগ চালু হবে।