গোপাল সিং, খোয়াই, ১২ সেপ্টেম্বর ৷৷ খোয়াই জেলা কংগ্রেস আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার খোয়াই কংগ্রেস ভবনে খোয়াই জেলা কংগ্রেস আহুত এক সাংবাদিক সন্মেলনে একথা জানান খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম সিনহা। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি নিখিল চক্রবর্তী, প্রদীপ রায়, অবনি মল্লত প্রমুখ। সাংবাদিক সন্মেলনে তারা জানান, সোমবার থেকে তেলিয়ামুড়া, কল্যাণপুর, রামচন্দ্রঘাট, কৃষ্ণপুর, খোয়াই সহ সমস্ত কংগ্রেস প্রার্থী ও নেতা কর্মীদের বাড়ি ঘরে শাসকদলের কর্মীরা আক্রমণ করছে, ভয় ভীতি দেখানো হচ্ছে। তারা জানান, পুলিশ প্রশাসন এব্যাপারে নিস্ক্রিয় ভূমিকা পালন করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে খোয়াই জেলা কংগ্রেস।