ট্রাকের ধাক্কায় নিহত ১, গণপিটুনিতে আহত ৪

trackগোপাল সিং, খোয়াই, ১২ সেপ্টেম্বর ৷৷ ট্রাকের ধাক্কায় একজন বাইক আরোহী নিহত হওয়ার ঘটনায় রণক্ষেত্রের রুপ নেয় খোয়াই জেলার চাম্পাহাওর থানার তুলাশিখর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ইট বোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি বাইক আরোহীকে আঘাত করলে ঘটনাস্থলেই তকিরায় দেববর্মা নামের এক যুবক নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে কিছুটা দূরে টি এস আর ক্যাম্পে আশ্রয় নেয়। উত্তেজিত জনতা ট্রাকটির পিছু ধাওয়া করে এবং ক্যাম্পে ঢুকে ট্রাক চালক, সহকারী চালক এবং দুই শ্রমিককে মারধোর করে। অতঃপর ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে চম্পাহাওর থানার ওসি উদয়ন দেববর্মার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায় এবং উত্তেজিত জনতাদের নিয়ন্ত্রণ করে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*