আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর ৷৷ আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর এবং ত্রিপুরার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হতে যাচ্ছে বলিউড চলচ্চিত্র। এনিয়ে চলচ্চিত্র নির্মানে আগ্রহ প্রকাশ করেছেন বলিউডের পরিচালক মধুর ভাণ্ডারকর। জানা যায়, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম শতবর্ষ উপলক্ষে সম্প্রতি আগরতলার উজ্জ্বয়ন্ত রাজপ্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হন এই খ্যাতনামা পরিচালক। সেই সময় রাজ আমলের স্মৃতি বিজড়িত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং রাজ পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে কথা বলেন তিনি। তবে বলিউড চলচিত্র তৈরী করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। চুড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।