আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর ৷৷ আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে বিজেপি ছাড়া অন্য কোনো দল এমনকি সরকারের শরিক দল আই পি এফ টি’কেও মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে। বুধবার সন্ধ্যায় সি পি আই (এম) সদর কার্যালয়ে আহুত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধীদলনেতা মানিক সরকার। তিনি বলেন, রাজ্যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে বিজেপি সরকার। তিনি বলেন, পঞ্চায়েতের উপনির্বাচনে যা ঘটেছে তা দেশের কাছে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করেছে। রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য নির্বাচন দপ্তরকে আহবান জানান তিনি। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী এবং প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী।