আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর ৷৷ আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতের উপ-নির্বাচনকে সামনে রেখে গ্রাম পঞ্চায়েতের ৩,২০৭টি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি দল। উপ-নির্বাচনে ১১৫টি আসন দিয়েছে সি পি আই (এম)। কংগ্রেস দিয়েছে ১২০টি আসনে প্রার্থী। আই পি এফ টি ৬৩টি দিয়েছে আসনে। নির্দল প্রার্থী দিয়েছে ৬টি আসনে। পঞ্চায়েত সমিতির ১৬১টি আসনের মধ্যে ১৬১ আসনেই মনোনয়ন জমা দিয়েছে বিজেপি। সি পি আই (এম ) দিয়েছে মাত্র ৮টি আসনে। কংগ্রেস ও আই পি এফটি দু’দলই ৬টি করে আসনে প্রার্থী দিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে এই বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন জানান, জিলা পরিষদের ১৮টি শূন্য আসনের মধ্যে বিজেপি প্রার্থী দিয়েছে ১৮টিতেই। সি পি আই (এম) দিয়েছে মাত্র ১টি আসনে। আই পি এফ টি এবং কংগ্রেস কোন প্রার্থী দিতে পারেনি।