দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৯ ডিসেম্বর ।। রাজ্যে অবৈধভাবে হুক লাইনে বিদ্যুৎ ব্যবহারীকের বিরুদ্ধে দপ্তর মাঝে মাঝে সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানা করলেও হুক লাইনে অবৈধ পথে বিদ্যুৎ ব্যবহার বন্ধ হয়নি। যারা বে-আইনি ভাবে বিদ্যুতের ব্যবহার করছেন তার মাশুল গুনতে হচ্ছে সাধারন মানুষ। বিদ্যুৎ দপ্তর যে সমস্ত গ্রাহক এখনো বিদ্যুৎ সংযোগ পায়নি তাদের সংযোগ দেয়ার ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ মাশুল আরো এক দফা বাড়ানো হয়েছে। মঙ্গলবার, বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করার দাবীতে রাজ্য কংগ্রেস গোটা রাজ্যে বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ের সামনে এক ঘন্টা বিক্ষোভ কর্মসূচী পালন করেছে অবিলম্বে বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবীতে।