হোস্টেলে ছাত্রীদের উপর যৌন নির্যাতনের অভিযোগ

hostelআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর ৷৷ এবার যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক হোস্টেল ইনচার্জের ভাই এবং হোস্টেলে এক শিক্ষকের বিরুদ্ধে। নলছড় বিধানসভা কেন্দ্রের ইন্দ্রকুমার পাড়া এডিসি ভিলেজের জুমিয়া কলোনী আশ্রম এবং রেসিডেনশিয়াল হোস্টেলে উপজাতি ছাত্রীদের সঙ্গে এই ঘটনা ঘটে। ছাত্রীদের অভিযোগ, তাদের উপর যৌন হেনস্থা করতো হোস্টেল ইনচার্জের ভাই এবং হোস্টেলের এক শিক্ষক। তারা জানায়, হোস্টেলের ইনচার্জ তার ভাইকে অবৈধভাবে হোস্টেলে থাকার অনুমতি দেন। এরপর থেকেই প্রতিনিয়ত তাদের উপর নির্যাতন চলত। এই নক্কারজনক ঘটনা সামনে আসার পর গোটা ঘটনার তদন্তের নির্দেশ স্থানীয় মহকুমা শাসককে দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*