আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর ৷৷ রাজ্যে শুক্রবার থেকে যাত্রা শুরু হল ভলবো বাস পরিষেবা। এদিন আগরতলা বিমানবন্দর (মহারাজা বীর বিক্রম মাণিক্য কিশোর বাহাদুর বিমানবন্দর) থেকে উদয়পুর মাতাবাড়ি পর্যন্ত এই ভলবো বাস পরিষেবার সূচনা হয়। শীততাপ নিয়ন্ত্রিত এই ভলবো বাস প্রতিদিন সকাল ৯টা থেকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে নাগেরজলা, আগরতলা রেলস্টেশন, বিশালগড়, বিশ্রামগঞ্জ, উদয়পুর ভায়া মাতাবাড়ি পর্যন্ত যাবে এবং নিকেল ৩টায় মাতাবাড়ি থেকে এই বাসটি যাত্রা শুরু করে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর বিমানবন্দরে আসবে। জানা যায়, বিমানবন্দর থেকে নাগেরজলা পর্যন্ত ভাড়া পরবে ২৯ টাকা, আগরতলা রেলস্টেশন পর্যন্ত ৩৯ টাকা, বিশালগড় ৮০ টাকা, বিশ্রামগঞ্জ ১০৯ টাকা, উদয়পুর ১৫১ টাকা এবং মাতাবাড়ি পর্যন্ত ১৬২ টাকা।