আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর ৷৷ রাজ্যের বাইরে পড়তে গিয়ে শিশু পাচার চক্রের জালে পড়লো রাজ্যের কিছু ছাত্র। ত্রিপুরা থেকে বিহারে পড়তে যায় এই উপজাতি ছাত্রগুলি। বিহার পুলিসের তৎপরতায় তাদের উদ্ধার করা হয়। শুক্রবার রেলে করে এই ১৮ জন ছাত্রদের রাজ্যে নিয়ে আসা হয়। আগরতলা রেল স্টেশনে তখন উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ ও বিধায়ক সুশান্ত চৌধুরী প্রমুখ।