আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর ৷৷ বি জে পি-আই পি এফ টি জোট অটুট থাকছে। দলের মধ্যে যা ভুল বোঝাবুঝি ছিল তা দূর হয়ে গেছে। বি জে পি-আই পি এফ টি জোট সরকার রাজ্যের উন্নয়নে কাজ করবে। শনিবার বিকেলে বি জে পি-আই পি এফ টি শীর্ষ নেতৃত্বরা যৌথ সাংবাদিক সম্মেলন করে বিষয়টি স্পষ্ট করলেন। এদিন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা বলেন, অনুপ্রবেশকারীদের মাধ্যমে রাজ্যে শান্তির পরিবেশ নষ্ট করতে চাইছে বিরোধী দল সি পি আই (এম)। এই সমস্যা সমাধানের জন্য ১৯ সেপ্টেম্বর থেকে দুই দলের শীর্ষ কমিটি রাজ্যে পরিদর্শন শুরু করবে। বৃদ্ধি করা হয়েছে দুই দলের শীর্ষ নেতৃত্বদের নিয়ে গঠিত কো-অর্ডিনেশন কমিটির সদস্য সংখ্যাও।
সাংবাদিক সম্মেলনে দুই দলের কো-অর্ডিনেশন কমিটির অন্যতম সদস্য তথা স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ জানান, তিপ্রাল্যান্ড আই পি এফ টি দলের ভাবনা। সরকারের এই বিষয়ে কোন বক্তব্য নেই। সরকারের মূল লক্ষ্য রাজ্যের উন্নয়ন।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপ-মূখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা ছাড়াও বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ এবং উভয় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।