আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর ৷৷ শরৎ মানেই নদীর তীরে সাদা কাশ ফুলের ঢেউ। শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা। শরৎ মানেই দেবী দুর্গার আগমন। মহালয়ার দিন থেকে শুরু হয় দেবীর আগমনী উৎসব। আর এই আগমনীকে কেন্দ্র করেই বাঙ্গালির নানান আয়োজন। দুর্গা দেবীকে বরণ করে নিতে আগমনী গানের সম্ভারে পশ্চিম বঙ্গের পাশাপাশি পিছিয়ে নেই উত্তর-পূর্বাঞ্চলের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরাও। শারদ উৎসবের শুভলগ্নে আবেগ আর সম্প্রীতির গভীর মেলবন্ধনে ত্রিপুরায় তৈরী হচ্ছে আগমনী গান “দশভূজা”। “রাতপরী” গানের বিশাল সাফল্যের পর এবার পূজোয় সবার মন মাতানোর জন্য আসতে চলেছে রাজ্যের প্রথিতযশা শিল্পী পিথ্বিরাজ সাহার আরেকটি নতুন গান “দশভূজা”। গানটিতে পিথ্বিরাজ সাহার কণ্ঠের সাথে দৈথ কণ্ঠে থাকছেন রাজ্যেরই কন্ঠ শিল্পী পূরবী চক্রবর্তী। গানটির কথা লিখেছেন সৈকত সরকার, ভিডিওটির ডিরেক্টর হচ্ছেন সুমন শীল, ভিডিওটিতে অভিনয় করেছেন সোনিয়া দেবনাথ। গানটির অডিও রিলিজ করছে টিউন মিউজিক্যাল ল্যাব এবং ভিডিও রিলিজ করছে জি বি এন্টারটেইনমেন্ট। গানটিকে সোস্যাল মিডিয়া স্পনসর করছে ‘মর্মকুটির’। আগামী ৩রা অক্টোবর, ২০১৮ আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে “দশভূজা” গানটির অফিসিয়াল রিলিজ হতে চলেছে এবং সোস্যাল মিডিয়াতে গানটি রিলিজ হবে আগামী ৮ই অক্টোবর, ২০১৮।