বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ সেপ্টেম্বর ৷৷ ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। রবিবার দুপুরে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জলাইবাড়ীর রামরাই বাড়ী এ ডি সি ভিলেজের রামরাই বাড়ী স্কুল ময়দানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি বিভিষন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি’র দক্ষিন জেলার সাধারন সম্পাদক বিকাশ বৈদ্য, ৩৮-জোলাইবাড়ীর মন্ডল প্রেসিডেন্ট তাপস দত্ত, বি এস সি-র চেয়ারম্যান অংকীয় মগ চৌধুরী,বিধায়ক সুশান্ত চৌধুরী ও অন্যান্ত নেতৃত্ববৃন্দ। এই রক্তদান উৎসবে জাতির ভেদাভেদ ভুলে হিন্দু, মুসলিম, উপজাতি সকল সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা রক্তদানে এগিয়ে আসেন। এই রক্তদান উৎসবে মোট ৪৪ জন স্বচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রক্তদানের গুরুত্ব সকলের সামনে উপস্থাপন করেন ও স্বাস্থ্যমন্ত্রী এই রক্তদানকে উৎসবে পরিনত করার জন্য যেসকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা সকলের সামনে উপস্থাপন করেন। বক্তব্য শেষে বিধায়ক রক্তদানে সকলে এগিয়ে আসার জন্য আহব্বান করে অগ্রীম দেবশিল্পী বিশ্বকর্মা পূজা ও শারদীয় উৎসবের শুভেচ্ছাবার্তা জানিয়ে উনার বক্তব্য শেষ করেন।