আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর ৷৷ ১৭ই সেপ্টেম্বর (সোমবার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। প্রধানমন্ত্রীর ৬৮তম জন্মদিনে ভারতজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকরা। সোমবার গোটা দেশের সাথে রাজ্যেও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সেবা দিবস পালন করা হয়। এই উপলক্ষ্যে এদিন সকালে বনমালীপুরে স্বচ্ছ ভারত অভিযান ও বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঠচৌমুহনী বাজারে নরেন্দ্র মোদীর প্রতিকৃতির সামনে কেক কাটেন এবং স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে মঠচৌমুহনী বাজার ঝাড়ু দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় বিনামূল্যে ২৪টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।