আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর ৷৷ জঙ্গল থেকে এক যুবকে অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম পশ্চিম পাড়া এলাকায়। জানা যায়, মঙ্গলবার সকালে গান্ধীগ্রাম পশ্চিম পাড়া এলাকার একটি জঙ্গলে স্থানীয় লোকজন কাজ করতে গিয়ে গাছে একটি যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে গাছ থেকে মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মৃতদেহের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। জানা যায়, নিহত যুবকের নাম প্রসেনজিৎ আচার্য(১৮)। বাড়ি গান্ধীগ্রাম পশ্চিম পাড়া এলাকায়। পুলিশের অনুমান, তাকে অন্য জায়গাতে খুন করে রাবার গাছে ঝুলিয়ে গেছে আততায়ীরা।