চূড়াইবাড়ী প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর ।। পিস্তল সহ চূড়াইবাড়ীর এক যুবক গেফতার হল গৌহাটিতে। সোমবার দুপুর ১টা নাগাদ গৌহাটির ৩নং প্রেটফর্মে রেল পুলিশের হাতে ধরা পড়ে চূড়াইবাড়ীর যুবক ওম প্রকাশ সিং। পুলিশের কাছে স্বীকার করে যে এই পিস্তলটি সে বিহারের বারাওনি থেকে ক্রয় করে। ক্রয় করা পিস্তল রাজ্যের কুমারঘাট, কাঞ্চনপুর, পেচাথলের উপজাতি যুবকদের নিকট অধিক দামে বিক্রি করে সে। তার সাথে তার বন্ধু মিটন দেবও ছিল বলে জানায় ওম প্রকাশ। পিস্তল সহ চারটি তাজ কার্তুজও আটক করে পুলিশ। গৌহাটি স্টেশনের সিসি ক্যামেরায় গোপন স্থানে রাখা পিস্তল দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রেল পুলিশ এসে আটক করে ওম প্রকাশ কে। সাথে থাকা সহকারী মিটন দেব পালিয়ে যেতে সক্ষম হয়।