আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর ৷৷ পুজোর সময় পঞ্চায়েতে কাজের পরিমাণ বাড়ানো হয়েছে। এতে করে বেশি পরিমাণে এর সঙ্গে যুক্ত হতে পারবেন মানুষ। বুধবার মহাকরণে আহুত এক সাংবাদিক সন্মেলনে একথা জানান রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা। পাশাপাশি তিনি বলেন, এখন থেকে কর্তব্যরত অবস্থায় যদি কোন বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয় তাহলে সরকারের তরফ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। তিনি জানান, আগে এই টাকার পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা।