আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর ৷৷ অবশেষে নিজ গৃহে ফিরছে রিয়াং শরণার্থীরা। জানা গেছে, দীর্ঘ ২০ বছর পর দ্বিতীয় পর্যায়ে বুধবার ২৭ পরিবারের ১৩২ জন রিয়াং শরনার্থী ফিরে গেছেন নিজ রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রদপ্তরের উত্তর পূর্বাঞ্চলের আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক বিশেষ সচিব মহেশ কুমার সিংলা এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হস্তক্ষেপে দীর্ঘদিন পর এই প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হল। কেন্দ্রীয় সরকারের তদারকিতে বেশ কিছু পর্যায়ে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন করা হবে। উল্লেখ্য, দীর্ঘ ২০ ধরে বছর ধরে রিয়াং শরণার্থীরা ত্রিপুরার কাঞ্চনপুরে বসবাস করে আসছিল। অবশেষে ত্রিপুরা ছেরে নিজেদের ঘরে ফিরে যাওয়ার সময় এসেছে রিয়াং শরণার্থীদের।