আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ৷৷ গোটা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় মহরম পালন করা হয়েছে। মুসলমান ধর্মাবলম্বীদের শোকের দিন মহরম উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তাজিয়া শোভাযাত্রা বের হয়। এতে নানা বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণী অংশ নেয়। ‘হায় হাসান হায় হোসেন’ ধ্বনী দিয়ে তাজিয়া শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। রাজধানীর দক্ষিণ রামনগর এবং দশমীঘাট এলাকা থেকে এদিন দুটি তাজিয়া শোভাযাত্রা বের হয়। আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গাতেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে আশুরা পালিত হয়েছে।