আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ৷৷ রাজ্যের সংবাদজগতের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডে এক বছর পূর্তি হল বৃহস্পতিবার। এদিন সাংবাদিক মহল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল শান্তনু ভৌমিকের স্মরণে বিভিন্ন কর্মশালা হাতে নেয়। সাংবাদিকদের তরফে এদিন আগরতলার রবীন্দ্র ভবন চত্বরে মোমবাতি প্রজ্বলিত করে শ্রদ্ধা জানানো হয় তাকে। এর পাশাপাশি সেই স্মরণ সভা থেকে শান্তনু খুনে যুক্ত প্রকৃত দোষীদের আবারো কঠোর শাস্তির দাবি জানান সহকর্মী সাংবাদিকগন। পাশাপাশি এদিন শান্তনু ভৌমিকের হত্যাকারীদের উচিৎ শাস্তি দেওয়ার দাবী তুলছেন সকলেই।