আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ৷৷ যুদ্ধ বিমান রাফেল কেলেঙ্কারি নিয়ে রাজভবন অভিযান করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন থেকে শুরু হয় এই অভিযান। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউজ পৌছুতেই পুলিশ পথ অবরোধ করে। মিছিলের নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি, কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা, প্রাক্তন বিধায়ক গোপাল রায় এবং যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি প্রমুখ। পরে সার্কিট হাউজ এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নেতৃত্বরা। এদিনের কংগ্রেসের রাজভবন অভিযানে শহরে শক্তি প্রদর্শন করল কংগ্রেস।