হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের

Tripura HIgh Court (2)

সুজিত দে, আগরতলা, ১৮ জুলাই : মেডিক্যাল সিট বন্টন নিয়ে ফের বেকায়দায় রাজ্য সরকার। জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় কাউন্সেলিং এর ক্ষেত্রে মেডিক্যাল সিট বন্টনে এস সি, এস টি ছাত্রছাত্রীদের সাথে প্রতারনা করেছে রাজ্য সরকার। হাইকোর্টের রায় থাকা সত্বেও সাধারন ক্যাটাগরীতে এস সি, এস টি মেডিক্যাল পড়ুয়ারা মেধার ভিত্তিতে সাধারন ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছে। তারপরেও সরকার এস সি, এস টি ক্যাটাগরি থেকে সম সং্খ্যায় আসন কেটে রাখা হয়েছে। ডিভিশন বেঞ্চের মতে , এটা হাইকোর্টের রায় লঙ্ঘনের সামিল এবং আদালত অবমাননার প্রাথমিক দৃস্টান্ত। হাইকোর্ট ৩১ জুলাই মামলার চুড়ান্ত নিস্পত্তির জন্য মেডিক্যাল কলেজ অধিকরত্তা এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যানকে তলব করেছে আদালত। এ বছর মেডিক্যালে যে ৭ টি আসন এস সি, এস টি দের সাথে বঞ্চনা করা হয়েছে সেই আসনগুলিকে মামলায় যুক্ত করা এবং বর্তমান বছরে মেডিক্যালের শূন্য আসনে কোন নিয়োগ মামলার চুড়ান্ত রায়দান সাপেক্ষে পুরন না করতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Comments are closed.