আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর ৷৷ ফের রাজধানীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার এ ডি নগর থানাধীন সূর্য্যপাড়া থেকে বিশাল মালাকার (১৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। বিশালের বাবা বিশ্বজিৎ মালাকার জানান, শুক্রবার রাতে কয়েকজন অজ্ঞাতলোক বাড়ি বিশালকে ডেকে নিয়ে যায়, তারপর আর বাড়ি ফেরেনি সে। শনিবার সকালে সূর্য্যপাড়ায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বিশালের বাবার অভিযোগ, তার ছেলেকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে।