বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ সেপ্টেম্বর ৷৷ গোপন খবরের ভিত্তিতে ২টি পিস্তল ও ৭ রাউন্ড বুলেট সহ তিন যুবককে আটক করলো সাব্রুম থানার পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, সাব্রুম মহকুমার স্থানীয় জে এন এস ক্লাব সংলগ্ন এক ঠিকেদারের অফিস কক্ষের সামনে রবিবার সকাল ৯ টা ৩০ মিনিট নাগাদ গোপন খবরের ভিত্তিতে সাব্রুম থানার এস ডি পি ও সব্যসাচী দেবনাথের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আগরতলা সাব্রুম জাতীয় সড়কের পাশে দারিয়ে থাকা টি আর ০১ এক্স ০৪৭০ মারুতি ভেন থেকে দুইটি পিস্তল ও ৭ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। পুলিশ জানান, ঘটনাস্থল থেকে পিস্তল, বুলেট সহ দুইজন যুবকে গ্রেপতার করা হয়। পরবর্তী সময় স্থানীয় অপর একজন যুবককে গ্রেপতার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত মোট ৩ জনকে গ্রেপ্তার করেন সাব্রুম থানার পুলিশ। জানা যায়, ভেন গারিতে মোট তিন জন যুবক ছিলো, একজন পালিয়ে যেতে সক্ষম হয়। এই অস্ত্রগুলি বাংলাদেশে পাঠানোর জন্য বিহার থেকে আনা হয়েছে বলে পুলিশের ধারনা।