আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর ৷৷ ত্রিপুরা মেডিক্যাল কলেজের (টি এম সি) সামনে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। জানা গেছে, রাজ্যের আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা প্রতিমাসে সাড়ে ১৮ হাজার ৫০০ টাকা করে বেতন পাচ্ছে। সেই জায়গায় ত্রিপুরা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা প্রতিমাসে ১২ হাজার ৫০০ টাকা করে বেতন পাচ্ছে। এই বেতন বৈষম্য দূর করার জন্য সোমবার দুপুর থেকে ত্রিপুরা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। জুনিয়র চিকিৎসকরা জানান, কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নিলে কর্মবিরতি চলতে থাকবে।