ফেস্টিভল অ্যাডভান্স এবং ফেস্টিভল গ্রেন্ট বৃদ্ধি করল রাজ্য সরকার

IMG-20180924-WA0020 আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর ৷৷ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। রাজ্যের সরকারি কর্মচারীদের ফেস্টিভল অ্যাডভান্সের পরিমাণ গড়ে ১০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ফেস্টিভল গ্রেন্ট ৭০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা হয়েছে। সোমবার রাজ্যের অর্থ দপ্তরের ইস্যু করা এক নোটিশে বলা হয়েছে, ফেস্টিভল অ্যাডভান্স গ্রুপ-এ কর্মচারীরা আগে ৫ হাজার টাকা পেতেন। এখন পাবেন ৬ হাজার টাকা। গ্রুপ-বি কর্মচারীরা পেতেন ৪৫০০ টাকা। এখন পাবেন ৫৫০০ টাকা। গ্রুপ-সি (ফিক্সড পে), গ্রুপ-সি (ডি আর ডাব্লিও), গ্রুপ-ডি, গ্রুপ-ডি (ডি আর ডাব্লিও) সহ যেসব কর্মচারী গত ছয় মাস ন্যূনতম ১০০ দিন কাজ করেছেন, তাদের ফেস্টিভল অ্যাডভান্স ৪০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে।
IMG-20180924-WA0019তাছাড়া গ্রুপ-সি/ গ্রুপ-ডি/ নিয়মিত বেতনক্রমের পদে স্থির বেতনে নিযুক্ত কর্মচারী/অবসরপ্রাপ্ত কর্মচারী/ফ্যামিলি পেনসনার/ হোমগার্ড / এস পি ও/ অঙ্গনওয়ারী কর্মী / অঙ্গনওয়াড়ী সহকর্মী সহ অর্থ দপ্তরের অনুমোদন প্রাপ্ত অন্যান্য একই শ্রেণীর কর্মচারী / ডি আর ডব্লিও/ এম আর ডব্লিও / পি টি ডব্লিও সহ অর্থ দপ্তরের অনুমোদনপ্রাপ্ত একই ধরনের অন্যান্য কর্মচারী সহ অর্থ দপ্তরের অনুমোদনহীন অথচ ০/৪/২০০৪ইং তারিখের আগে নিযুক্ত ডি আর ডব্লিও/ এম আর ডব্লিও / হোমগার্ড / পি টি ডব্লিও / স্থির বেতনে নিযুক্ত একই ধরনের পদে নিযুক্ত কর্মচারীরা মাথা পিছু ফেস্টিভল গ্রেন্ট ১০০০ টাকা পাবেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*