আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর ৷৷ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। রাজ্যের সরকারি কর্মচারীদের ফেস্টিভল অ্যাডভান্সের পরিমাণ গড়ে ১০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ফেস্টিভল গ্রেন্ট ৭০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা হয়েছে। সোমবার রাজ্যের অর্থ দপ্তরের ইস্যু করা এক নোটিশে বলা হয়েছে, ফেস্টিভল অ্যাডভান্স গ্রুপ-এ কর্মচারীরা আগে ৫ হাজার টাকা পেতেন। এখন পাবেন ৬ হাজার টাকা। গ্রুপ-বি কর্মচারীরা পেতেন ৪৫০০ টাকা। এখন পাবেন ৫৫০০ টাকা। গ্রুপ-সি (ফিক্সড পে), গ্রুপ-সি (ডি আর ডাব্লিও), গ্রুপ-ডি, গ্রুপ-ডি (ডি আর ডাব্লিও) সহ যেসব কর্মচারী গত ছয় মাস ন্যূনতম ১০০ দিন কাজ করেছেন, তাদের ফেস্টিভল অ্যাডভান্স ৪০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে।