আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷ ‘স্বচ্ছ ভারত’ অভিযান কর্মসূচি পালন করলো বিজেপি যুব মোর্চা। মঙ্গলবার রাজধানীর কুঞ্জবন এলাকায় মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত ‘স্বচ্ছ ভারত’ অভিযান কর্মসূচিতে অংশ নেন সর্বভারতীয় বিজেপি সাধারণ সম্পাদক সুনীল দেওধর, ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায় সহ দলীয় নেতা নেত্রীরা। অভিযান শেষে সুনীল দেওধর বলেন, দেশ এখন স্বচ্ছতার দিকে এগুচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে স্বচ্ছতা অভিযানে গতি এসেছে।