বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ সেপ্টেম্বর ৷৷ বিভিন্ন দাবি দাওয়া পূরনের লক্ষ্যে চারটি ব্লক মিলে জেলাভিত্তক কমিটি গঠন করলো আত্মসমর্পণকারী বৈরীরা। জানা যায়, বুধবার দুপুরে শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর সাঁচীরামবাড়ী কমিউনিটি হলে প্রায় ১৭০ জন আত্মসমর্পণকারী বৈরীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া পূরনের লক্ষ্যে চারটি ব্লক মিলে জেলাভিত্তিক একটি কমিটি গঠন করেন। এই চারটি ব্লক হল জোলাইবাড়ী ব্লক, সাতচাঁদ ব্লক, শিলাছরি ব্লক ও রুপাইছরি ব্লক। পূর্বে স্বাধীন ত্রিপুরার গড়ার লক্ষ্যকে সামনে রেখে এই লোকজন উগ্রপন্থার জীবন প্রবেশ করেছিলো। পরবর্তী সময় বাম সরকারের বিভিন্ন প্রকার পতিশ্রুতি পেয়ে এই সকল লোকজন পুনরায় স্বাভাবিক জীবন জাপনের উদ্দ্যেশ্যকে মূল লক্ষ্য করে আত্মসমর্পণ করেন। কিন্তু রাজ্যসরকারের দেওয়া বিভিন্ন পতিশ্রুতি থেকে বঞ্চিত এই সকল আত্মসমর্পণকারী বৈরীরা। অপরদিকে রাজ্য সরকার অন্যান্য প্রতিশ্রুতিগুলিও পালন করছেনা তাই আত্মসমর্পণকারী বৈরীরা তাদের বিভিন্ন দাবী দাওয়া পূরনের লক্ষ্যে বুধবার নতুন করে জেলাভিত্তিক এক কমিটি গঠন করে। অনুষ্ঠানে আত্মসমরপনকারী লোকজনেরা সংবাদমাধ্যমের সামনে তাদের বিভিন্ন দাবী দাওয়াগুলি ও পূর্বের জীবন সম্পর্কে বিভিন্ন তথ্যতুলে ধরেন। তারা জানান বন্দুক হাতে নিয়ে সব কাজ সহজেই করাযায় কিন্তু তারা আর আগের জীবনে ফিরে যেতে চায় না। গনতান্ত্রিক উপায়ে লড়াইর মাধ্যমে তারা তাদের দাবীগুলি পুরন করতে চায়। পূর্বে বামসরকার দেওয়া পতিশ্রুতিগুলি পালন করতেপারেননি এখন রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে, তাই তাদের একটাই দাবী বর্তমান নতুন রাজ্য সরকার যেন তাদের পুরানো কেইসগুলি তুলে নিয়ে তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলি পালন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি উ আই পি সি এর প্রেসিডেন্ট অনন্ত দেবর্বমা, ভাইস প্রেসিডেন্ট দেবাশীষ রিয়াং, মৃনাল কান্তি ত্রিপুরা ও অন্যান্য নেতৃবৃন্দ।