গোপাল সিং, খোয়াই, ২৬ সেপ্টেম্বর ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করলো রাজ্য বিজেপি। বুধবার খোয়াই স্বপনপুরী অতিথি নিবাসে বিজেপির রাজ্য কার্যকারিণীর বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় পতাকা উত্তোলন করে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বৈঠকের সূচনা করেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৈঠকে বিজেপি’র উত্তর পূর্বাঞ্চলের পর্যবেক্ষক অজয় জাম্বুলি, বিজেপির সর্বভারতীয় সম্পাদক সুনীল দেওধর, রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা সহ বিজেপির সাংগঠনিক জেলার নেতৃত্বরা উপস্থিত ছিলেন।