আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর ৷৷ অবশেষে দিল্লীর নির্দেশে রাজধানীর সংস্কৃত কলেজের তিন সন্দেহভাজন শিক্ষকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালেন কলেজের প্রিন্সিপাল ডঃ রঞ্জিত কুমার বর্মণ। উল্লেখ্য, বুধবার রাজধানীর বুদ্ধ মন্দির সংলগ্ন রাজ্যের একমাত্র সংস্কৃত কলেজের উড়িষ্যার কিছু অংশের শিক্ষকের উস্কানি মূলক আচরণে রণক্ষেত্রের রূপ নিল কলেজ চত্বর। মারদাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হলে চলে একদফা ভাঙচুর।। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যেতে হয় বিশাল নিরাপত্তা বাহিনীকে। জানা যায়, অভিযুক্ত অধ্যাপক শিক্ষক দিবসের নামে অশ্লীল সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করেছে। এর পরিপ্রেক্ষিতে সংস্কৃত কলেজের ছাত্রছাত্রীরা অভিযুক্ত অধ্যাপকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। অবশেষে ছাত্র ছাত্রীদের আন্দোলনের চাপে পরে ৩ অধ্যাপককে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালেন কলেজের প্রিন্সিপাল।