‘ব্রিটেনে পড়াশোনা শেষ করে আমার স্বপ্ন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার’ বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাই।
বুধবার অসলোতে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মালালা বলেন, “ভবিষ্যতে তিনি রাজনীতিতে যুক্ত হতে চান এবং সেখানেই নিজের ক্যারিয়ার গড়তে চান।”
তিরি বলেন, “আমি দেশের সেবা করতে চাই এবং দেশকে একটি উন্নত দেশ হিসেবে দেখতে চাই। প্রতিটি শিশু শিক্ষার আলো দেখুক এটাই আমি চাই।”
ভারতের মানবাধিকার কর্মী কৈলাস সত্যার্থির সঙ্গে মালালা ইউসুফজাই এ বছর যৌথভাবে নোবেল পেয়েছেন। এখন পর্যন্ত তিনিই সবচেযে কমবয়সে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।
নারী শিক্ষা প্রচারের কাজ করার জন্য ২০১২ সালের আক্টোবর মাসে তালেবান বন্দুকদারীদের হামলার শিকার হন তিনি।