আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷৷ জাতীয় প্রেস ক্লাবের স্বীকৃতি পেলো আগরতলা প্রেস ক্লাব। প্রথমবারের মতো ভারতের জাতীয় প্রেস ক্লাব আগরতলা প্রেস ক্লাবকে এই স্বীকৃতি দিয়েছে। এর ফলে আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা দিল্লীতে উপযুক্ত প্রমানপত্র সহ জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের মতো সামগ্রিক সুযোগ সুবিধা গ্রহন করতে পারবেন। জানা যায়, আগরতলা প্রেস ক্লাবের আবেদনমূলে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিনয় কুমার আগরতলা প্রেস ক্লাবের সম্পাদককে এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।