বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর ৷৷ সামনে কিছু দিনের মধ্যেই শুরু হতে চলছে বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব। এই উৎসবের প্রস্তুতির প্রধান অঙ্গ হিসাবে ব্যাস্ত হয়ে পরেছেন মৃৎ শিল্পীরা। সকলে দিনরাত্র কাজ চালিয়ে যাচ্ছে মায়ের মূর্তি নির্মানে। বিগত দিনের ন্যায় এখন ও মূর্তি নির্মানে মৃৎশিল্পীদের বিভিন্ন সমস্যার সন্মুখিন হতে হচ্ছে। অন্যান্য বারের তুলনায় এবার মূর্তির চাহিদা বেরেছে ও ভালো অংশের লাভ করা যাবে বলে আশাব্যাক্ত করেছন মৃৎ শিল্পীরা।
মৃৎ শিল্পীরা সংবাদ মাধ্যমের মাধ্যমে তাদের কিছু দাবির কথা তুলে ধরেছেন। এর মধ্যে প্রধান দাবিগুলি হলো মৃৎ শিল্পীদের মাটির মূর্ক্তি রাখার জন্য বড় আকারের গৃহনির্মান করে দেওয়া যাতে করে ঝর বৃষ্টিতে কাজ করতে তাদেরকে অসুবিধার সম্নুখিন হতে না হয়। মূর্তি নির্মান করতে প্রথম অবস্থায় তাদেরকে প্রচুর অর্থ ব্যয় করতে হয় তাই সরকারি ভাবে তাদের জন্য লোনের ব্যাবস্থা করে দিলে মৃৎ শিল্পীরা উপকৃত হতেন। ত্রিপুরার মৃৎ শিল্পীরা অন্যান্য রাজ্যের চেয়ে অনেক পিছিয়ে আছে তাই তাদেরকে সরকারি ভাবে ট্রেনিং এর ব্যাবস্থা করে দিলে তারা উপকৃত হতো। তাদের শেষ দাবি হলো বর্তমানে সারা ভারতবর্ষে ডিজিটাল যুগ চলছে কিন্তু তাদের ক্ষেত্রে তা নেই। ত্রিপুরার মৃৎ শিল্পীদের মূর্ক্তি নির্মানে এখনো হাতে পায়ে কাজ করতে হয় কিন্তু অন্যান্যরা জ্যে তা মেশিন এর মাধ্যমে করা হয় তাই তাদেরকে সরকারি অর্থে উন্নতমানের মেশিন প্রদান করলে অন্যান্য রাজ্যের মত ত্রিপুরার মৃৎ শিল্পীরাও অনেক এগিয়ে যাবে বলে জানান মৃৎ শিল্পীরা।