আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর ৷৷ গোটা দেশে বাঁশি তৈরির জন্য ‘ডলু’ প্রজাতির বাঁশ একমাত্র ত্রিপুরায় চাষ হয়। এই বাঁশিকে বিশ্বের বাজারে তুলে ধরা হবে বলে জানান মূখ্যমন্ত্রী। শুক্রবার দুপুরে মহাকরণে জনতার দরবারে বাঁশি তৈরির কারিগর বাবুল দেবনাথ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রাজ্য সরকারকে এই শিল্পের দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ জানান। এই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী মনোজ কান্তি দেব। পরে খ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই বাঁশের বিশেষ বৈশিষ্ট হলো একটি গিট থেকে আরো একটি গিটের দূরত্ব এক মিটারের বেশি হয়। রাজ্যে ‘ডলু বাঁশ’ চাষ যাতে বাড়ে ও বাঁশি তৈরির কারখানা তৈরি করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।