আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর ৷৷ সার্জিক্যাল স্ট্রাইকের বর্ষপূর্তি উপলক্ষ্যে গোটা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সার্জিক্যাল স্ট্রাইক দিবস উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা লিচুবাগানস্থিত এলবার্ট এক্কা পার্কে। এখানে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এলবার্ট এক্কার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী তাঁর ভাষনে রাজ্য পুলিশের ভূমিকার প্রশংসা করেন। নেশা বিরোধী অভিযানে পুলিশ খুব ভালো কাজ করছে বলে জানান তিনি।