বিশ্বের ভয়ঙ্করতম দেশগুলির তালিকায় প্রথম সারিতেই নাম উঠে এল পাকিস্তানের। একটি সমীক্ষার বিচারে অষ্টম স্থানে রয়েছে পাকিস্তান।
ওয়াশিংটনের একটি গোয়েন্দা সংস্থা কান্ট্রি থ্রেট ইনডেক্স এই সমীক্ষা করেছে। তালিকার শীর্ষে নাম ইরাকের। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে নাম রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের।
বিগত ৩০ দিনে সন্ত্রাসবাদী হামলা, পাচার, খুন ইত্যাদির ঘটনা নিয়ে বিচার করে এই তালিকা তৈরি করা হয়েছে।
আফগানিস্তানের এই তালিকায় স্থান চতুর্থ। তালিকার ইরাকের পর নাম রয়েছে যথাক্রমে নাইজেরিয়া, সোমালিয়া , ইয়েমেন, সিরিয়া, লিবিয়া, ইজিপ্ট ও কেনিয়ার।