আপডেট প্রতিনিধি, খোয়াই, ৩০ সেপ্টেম্বর ৷৷ ফের খুন হলেন এক গৃহবধূ। রক্তাক্ত অবস্থায় এক গৃহবধূর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা খোয়াই সিঙ্গিছড়া এলাকায়। জানা যায়, নিজ ঘরে রিঙ্কু বিশ্বাস নামে রক্তাক্ত অবস্থায় এক গৃহবধূর দেহ উদ্ধার হয়েছে শনিবার রাতে। পুলিশ জানায়, তার গলায় ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে। গোটা ঘর রক্তে ভেসে ছিল। তার স্বামী পুলিশকে জানায় রিঙ্কু আত্মহত্যা করেছে। এদিকে অনেকেই এই ঘটনার জন্য রিঙ্কুর স্বামীর দিকে আঙ্গুল তুলছে।
রবিবার সকালে গৃহবধূর হত্যাকাণ্ডে ধৃত স্বামী এবং দেবরকে পুলিশ আবার জিজ্ঞেসাবাদ শুরু করে। পুলিশ জানিয়েছে তাদেরকে জিজ্ঞেসাবাদের মধ্যে দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে যা তাদের তদন্তে সহয়াতা করবে। তবে তদন্তের স্বার্থে এখনই এসমস্ত বিষয়ে কিছু বলতে নারাজ পুলিশ।