বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ সেপ্টেম্বর ৷৷ ফিল্মী কায়দায় বাইক চালাতে গিয়ে মৃত্যুর মুখে ঢলে পরলো এক যুবক। ঘটনার বিবরনে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার পশ্চীম চরকবাই এলাকার বাসিন্দা অজিত বনিকের ছেলে সুপথ বনিক (২৩) এই দুর্ঘটনার শিকার হয় । ওর সঙ্গে ছিলো সাব্রুম মহকুমার শ্রীনগর এলাকার রিপন চৌধুরী (১৮)। সুপথ বনিক পেশায় গাড়ী ম্যাকানিক্স ছিল। শনিবার রাতে সুপথ বনিক রিপন চৌধুরীকে সঙ্গে নিয়ে টি আর ০৩ জি ৬১২৫ পালসার বাইকে চেপে ঘুরতে বের হয়। কিন্তু পরবর্তী সময় সুপথ বনিকের আর ঘরে ফেরা হলো না। জানা যায়, সুপথ বনিক খুব দ্রুতগতিতে বাইক চালাচ্ছিলো ও ফিল্মী কায়দায় রাস্তায় আগুন সৃষ্টি করার জন্য রানিং বাইকে দ্রুতগতিতে ডাবল স্টেন্ড দেওয়ার চেষ্টা করে। এতে করে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে দু’জনই ছিটকে পরে যায়। ঘটনার খবর ছরিয়ে পরার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বাইখোড়া থানার পুলিশ ছুটে গিয়ে দু’জনকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। হাতপাতালের নেবার সঙ্গে সঙ্গে প্রান হারালো সুপথ বনিক। অপর একজনের এখনো চিকিৎসারত অবস্থায় বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে। এলাকার লোকজনের কাছে জানতে পারাযা য় সুপথ বনিক এলাকায় তুফান নামে পরিচিত ছিল। সে আসলে নামে তুফান নয় কাজেও তুফান ছিলো যার জন্য আজ ওর মা বাবা সন্তান হারাহয়েছে। তুফানের মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার ব্যাপারে বাইখোড়া থানায় এক লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছেন।