আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ অক্টোবর ৷৷ চিকিৎসা বিজ্ঞানশাস্ত্রে মানুষের দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হার্ট বা হৃদয়। মানব দেহের অভ্যন্তরে রক্ত সঞ্চালনে হৃদয় যন্ত্রের উপর পুরোপুরি নির্ভর জীবন রেখা। হার্টের সুস্থতা হচ্ছে জীবনের গ্যারান্টী। এখন থেকে হার্ট পরীক্ষার জন্য রাজ্যের মানুষের আর বহিঃরাজ্যে যেতে হবে না। রাজ্যের জি বি হাসপাতালেই করতে পারবেন হার্ট পরীক্ষা। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জি বি হাসপাতালে চালু হল ইকো কার্ডিওগ্রাফি মেশিন। এই মেশিনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। যদিও হার্ট পরীক্ষার এক বছর আগে হাসপাতালে টিএমটি মেশিন চালু করা হয়েছিল। জানা যায়, একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসককে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য বহিঃরাজ্যে পাঠানো হচ্ছে।