আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ অক্টোবর ৷৷ মানুষকে ভালবাসলেই রক্তদানে এগিয়ে আসা যাবে। মানুষের মধ্যেই ঈশ্বর রয়েছে। সোমবার দুপুরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। ১লা অক্টোবর জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস। এই দিবসের এবারের থিম হলো ‘রক্তদানেই আনন্দ’। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ, রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি ও এন এস এস সেলের সহযোগীতায় জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন গুরুদোয়ারা সাহিবের গ্রন্থী উপমিন্দার সিং, জমাতিয়া হদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ জমাতিয়া, স্পিরিচুয়াল এসেমব্লি অব বাহাই এর ত্রিপুরা শাখার সাধারণ সম্পাদক দেবদাস সিনহা, বেণুবন বুদ্ধ বিহারের প্রিন্সিপাল অক্ষয়ানন্দ মহাথেরো, শিক্ষাবিদ মুস্তাফা কামাল, শিক্ষাবিদ সিস্টার সেলিন ডি’কুনহা, আগরতলা বিশপ হাউজের রেভারেন্ড লুমেন মন্টেরিও এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক হিতকামানন্দ মহারাজ প্রমুখ।