বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ অক্টোবর ৷৷ ‘স্বচ্ছতাই সেবা’ এই স্লোগানকে পাথেয় করে মেরাথন দৌড়ের সূচনা করলো শান্তির বাজার মহকুমা শাসক। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ শান্তির বাজার মহকুমা শাসকের উদ্দ্যোগে এক মেরাথন দৌড়ের আয়োজন করা হয়। বাইখোড়া জগন্নাথ মন্দির প্রাঙ্গন থেকে এই দৌড় প্রতিযোগীতার শুভ আরম্ভ হয়। শান্তির বাজার ব্রীজে এসে এই দৌড় প্রতিযোগিতার সমাপ্তি হয়। এই দৌড়ের মূল লক্ষ্য হলো ২রা অক্টোবর গান্ধী জন্মজয়ন্তী অনুষ্ঠান, তাই মহাত্মা গান্ধীর স্বচ্ছ ভারত গড়ার স্বপ্নকে পাথেয় করে ১৫ সেপ্টেম্বর থেকে শান্তির বাজার মহকুমা শাসকের উদ্যোগে অনেক ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে মঙ্গলবার মেরাথন দৌড়, বাইক রেলি, ফটো এক্সিজিবিশান ও রাতে স্বচ্ছতার উপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মেরাথন দৌড়ের পূর্বে সকলে মিলে স্বচ্ছতার শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান ডি সি এম সরূপ কুমার পাল। এই মেরাথন দৌড়ে অংশগ্রহন করেন শান্তির বাজার মহকুমা শাসক অনিমেষ দের্বমা, এস ডি পি ও নির্দেশ দেব, বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার, ডি সি এম সরূপ কুমার পাল, ডি সি এম রুদ্রদ্বীপ নাথ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ও অন্যান্য সরকারী আধিকারিকগন। দৌড় প্রতিযোগিতা শেষে প্রথম ১০ জনকে মহকুমা শাসকের উদ্দ্যোগে একটি করে টি শার্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।