আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর ৷৷ বন্ধ হয়ে গেল ত্রিপুরার প্রথম সারির একটি প্রভাতী দৈনিক সংবাদপত্র তথা সি পি আই (এম)-র মুখপত্র ‘ডেইলি দেশের কথা’। কেন্দ্রীয় সরকারের রেজিস্টার অব নিউজপেপার ইন্ডিয়ার (আর এন আই) নির্দেশে বাতিল করা হয়েছে রাজ্যের দৈনিক সংবাদপত্র ‘ডেইলি দেশের কথা’-র আর এন আই। মঙ্গলবার (০২ অক্টোবর, ২০১৮) ‘ডেইলি দেশের কথা’ প্রকাশনা বন্ধ হয়ে গেছে। রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের তরফে আর এন আই-র কাছে এক অভিযোগমূলে আর এন আই সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ রাখার নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করলে সংবাদপত্রের পরিচালন কমিটির বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। অভিযোগ ছিল, সংবাদপত্র প্রকাশের জন্য ভারত সরকারের যে নীতিমালা রয়েছে তা সঠিকভাবে মেনে চলছে না এই সংবাদপত্রটি।
তবে মঙ্গলবার দুপুরে ‘ডেইলি দেশের কথা’-র পরিচালক মণ্ডলীর তরফে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে পত্রিকার বর্তমান পরিচালক মণ্ডলীর সদস্য গৌতম দাস অভিযোগ করেন, ৩রা মার্চ, ২০১৮ বিজেপি ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসার পর ৪ঠা মার্চ, ২০১৮ থেকে ‘ডেইলি দেশের কথা’ বন্ধ করার চক্রান্ত করে আসছে। পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২০০ জন মানুষের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে পত্রিকাটি বন্ধ করা হয়েছে। বেআইনিভাবে পশ্চিম জেলার বর্তমান জেলা শাসক সন্দিপ মহাত্মে এ কাজ করিয়েছেন বলে অভিযোগ করেন গৌতম দাস।