বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ অক্টোবর ৷৷ ধর্মনগরের পর এবার দামছডায় বন্দুক সহ যুবক আটক ঘিরে চাঞ্চল্য দেখা দেয়। ঘটনার বিবরনে জানা যায়, মিজোরাম থেকে কবির উদ্দিন নামের এক যুবক বন্দুক নিয়ে আসার সময় পুলিশের জালে ধরা পড়ে। বৃহস্পতিবার দুপুরে দামছডা থানার পুলিশ গোপন সুত্রের খবর পেয়ে উৎ পেতে বসে থাকে। দামছডা -মিজোরামের সিমান্তবত্তী স্থান দশরথ সেতুর উপর দিয়ে ব্যগ নিয়ে কবির উদ্দিন নামের যুবকটি আসছে দেখে পুলিশের সন্দেহ হলে পুলিশ ধরতে গেলে সে লংঘাই নদীতে ব্যগ সহ ঝাঁপ দেয়। যদিও পুলিশ তাকে ধরে ফেলে। তার কাছ থেকে ১টি দেশী বন্দুক, ১টি চাইনিজ বন্দুক ও ৯ রাউন্ড গুলি উদ্দার হয়েছে। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বর্তমানে দামছডায় অবস্থান করছেন। ৪৮ ঘন্টার ব্যবধানে উওর জেলায় অস্ত্র উদ্দারের এই নিয়ে দুটি ঘটনা।